সেই যুদ্ধরায় পেলো নতুন ঘর

আজাদীতে সংবাদ প্রকাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালার সেই যুদ্ধরায় ত্রিপুরার পাশে দাঁড়াল জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। নতুন ঘর পাচ্ছে যুদ্ধরায় ত্রিপুরা। জেলার দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় গৃহহীন ছিল ৭৮ বছর বয়সী বৃদ্ধ যুদ্ধরায়। ঝুঁপড়ি ঘরে একাই বসবাস করত সে। অভাবের কারণে স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এই নিয়ে ৬ ফেব্রুয়ারি দৈনিক আজাদীতে ‘যুদ্ধরায়ের জীবনযুদ্ধ’ শীর্ষক সংবাদ প্রকাশ করে। বৃদ্ধ বয়সে সহায় সম্বলহীন যুদ্ধরায়ের মানবিক সংবাদটি জেলা প্রশাসকের চোখ পড়লে তিনি নতুন ঘর তুলে দেওয়ার উদ্যোগ নেয়। গত সোমবার যুদ্ধরায়ের নতুন ঘর নির্মাণের জন্য ইটসহ অন্যান্য উপকরণ পৌঁছে যায়। নিঃসঙ্গ সময়ে নতুন ঘর পাওয়ায় খুশি যুদ্ধরায় ত্রিপুরা। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা যুদ্ধরায় ত্রিপুরার জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছি। ইতোমধ্যে নির্মাণ সামগ্রী পৌঁছে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষে যুদ্ধরায় ত্রিপুরাকে ঘরে চাবি হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় কাজ করাই প্রকৃত ধর্ম
পরবর্তী নিবন্ধচেতনাগতভাবেই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র