ছবির পরে আঁকছি ছবি–পাতার পরে পাতা
শেখ মুজিবের একটি ছবি বুকের ভেতর গাঁথা।
দীর্ঘকায় ব্যাকব্রাশ চুল–পাইপ টানা মুখ
‘ভাইয়েরা আমার’ শুনছি ঠিকই হয়নি সে ভুলচুক।
মোটা ভারী চশমা ফ্রেম–তর্জনী সেই উঁচু
পাকিস্তানি কাঁপে ভয়ে আস্ত যেনো ছুঁচো।
বজ্রকণ্ঠ জাগিয়ে তোলে–ঘুমিয়ে পড়া মাটি
পাকিস্তানি তখত কাঁপায় বাঙালিদের রা’টি
তাঁর সে ছবি আঁকতে গিয়ে আনন্দ আবেশ
শেখ মুজিবের আদল জুড়ে সোনার বাংলাদেশ।
দেশ জুড়ে তাঁরই ছবি গভীর মায়া মাখা
তাঁরই মুখের দিকে আমার শুধুই চেয়ে থাকা।






