নগরীর মুরাদপুরে অবস্থিত ‘মাজরিন ফ্যাশন’–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আলজেরিয়ান বায়ার এবং দেশীয় গার্মেন্টস মালিকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে রুজুকৃত একটি মামলার প্রধান আসামি হিসেবে বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আলজেরিয়ার নাগরিক জাহিন জহির খিয়ারউদ্দিন বারিক ও বাকির আবদুল্লাহ দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে পোশাক ব্যবসায় যুক্ত। গত দুই বছর ধরে তারা ‘মাজরিন ফ্যাশন’–এর সিইও বখতিয়ার হোসেনের সঙ্গে ব্যবসা করে আসছেন।
২০২৪ সালের অক্টোবরে তারা বখতিয়ার হোসেনের মাধ্যমে তৈরি পোশাকের অর্ডার দেন। বখতিয়ার পোশাকগুলো তৈরি করার দায়িত্ব দেন নগরীর সিরাজউদ্দৌলা রোডস্থ কে গার্মেন্টস লিমিটেডকে। কে গার্মেন্টস লিমিটেড নির্ধারিত সময় অনুযায়ী অর্ডারকৃত পণ্য আলজেরিয়ায় পাঠালেও বখতিয়ার হোসেন প্রতিষ্ঠানটির পাওনা অর্থ প্রদান করেননি। আলজেরিয়ান নাগরিকরা তাদের অভিযোগে জানান, তারা অগ্রিম হিসেবে বখতিয়ার হোসেনকে ৩ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) পরিশোধ করেছিলেন। কিন্তু ওই অর্থ কে গার্মেন্টস লিমিটেডকে না দেওয়ায় আলজেরিয়ার ওরান বন্দরে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যাংক এনওসি জারি করা হয়নি। ফলে পণ্য বন্দরে আটকে গেছে এবং তাদের বিপুল পরিমাণ ডেমারেজ চার্জ গুণতে হচ্ছে। এই ঘটনায় আলজেরিয়ান দুই ব্যবসায়ী পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
পরবর্তীতে কে গার্মেন্টস লিমিটেডের পরিচালক আফজাল হোসেন মামলা দায়ের করলে গতকাল পাঁচলাইশ থানা পুলিশ বখতিয়ারকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, বিদেশী নাগরিকের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে বখতিয়ারকে গ্রেফতার করা হয়।












