সেই ফুফাতো বোন স্মৃতি গ্রেপ্তার

কিশোরী ধর্ষণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৪:৫০ পূর্বাহ্ণ

নগরীর সুপারিওয়ালা পাড়ায় কিশোরী ধর্ষণ মামলায় উম্মে হানি স্মৃতি (১৭) নামে সেই দূর সম্পর্কের ফুফাত বোনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮ সেপ্টেম্বর ফুফাত বোনের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন উক্ত কিশোরী। ওই ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় পুলিশ মূল আসামি ধর্ষক চান মিয়া চান্দু, নুরী (২০), তার স্বামী অন্তর হোসেন (২৪) ও রাজিব হোসেন (২০) নামে চারজনকে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার আদালতে মূল আসামি ধর্ষক চান মিয়া চান্দুর জবানবন্দিতে ওই ঘটনায় উম্মে হানি স্মৃতির জড়িত থাকার কথা উঠে আসে। ওইদিন রাতেই পুলিশ উম্মে হানি স্মৃতিকে গ্রেপ্তার করে। গতকাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে পড়ে ৪ বছরের কন্যা শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি