আট বছরের কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে মা জান্নাতুল ফেরদৌস (৩২) খালে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে শিশু রাইছার মৃত্যুর ঘটনায় তার দাদী নুর জাহান আকতার (৬৮) বাদী হয়ে গতকাল পুত্রবধূ জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে নিহত শিশুর রাইছার মৃতদেহ ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত শিশু রাইছার মা ঘটনার পর থেকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত জান্নাতুল ফেরদৌসের পরিবারের অভিযোগ স্বামীর শাশুড়ি ও অন্যান্যদের নানা নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মেয়ে এ ঘটনা ঘটায়। ঘটনাটি পুরো আনোয়ারায় চাঞ্চল্য সৃষ্টি করে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোমেন কান্তি দে জানান, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় আনোয়ারা সদরের খাদ্য গুদাম সংলগ্ন ইছামতি খালে লাফ দিয়ে আট বছরের শিশু কন্যা রাইছাকে নিয়ে মা জান্নাতুল ফেরদৌস আত্মহত্যার চেষ্টা কালে মা বেঁচে গেলেও শিশু রাইসার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনা নিহত শিশুর দাদী বাদী হয়ে অভিযুক্ত গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে দন্ডবিধি ৩০৯ এবং ৩০৪ এর (ক) ধারায় মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনার রহস্য জট খুলবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।











