এই গরমে ছুটে বেড়াই
ঘর ছেড়ে বাইরে,
গ্রামের ঐ পথের মাথায়
সেই পুকুরটা নাইরে।
সেই পুকুরটার ঘাটে জানি
কতো আড্ডা হতো
এখন এসব মনে হলে
মনের বাড়ে ক্ষত।
সেই পুকুরটায় এমন দিনে
কতো সাঁতার কাটতাম,
জটলা বেঁধে পাড়ার সবাই
লাই ডুবুরি খেলতাম।
এখন আমরা ছুটে চলি
নদীর কোনো ঘাটে,
সেথা গিয়ে দেখতে পাই
শিয়ালে গা চাটে।
ঘাটও নেই মাঝিও নেই
সেথা এখন ব্রিজ,
কষ্ট সয়ে সময় কাটাই
নিজের ঘরে নিজ।