সেপ্টেম্বরে তোমার সাথে আমার দেখা
টিএসসির ব্যস্ত কোলাহলে
বন্ধুদের আড্ডায়, হারিয়ে ফেলা বন্ধুটিও ছিল,
ছিল প্রিয় স্বপ্ন, প্রিয় স্মৃতি আর প্রিয় মানুষেরা
তোমার চোখে চোখ রেখে,
হাতে হাত রেখে কাটিয়েছি অনন্ত সময়।
স্বপ্নের মতো টর্নেডো হয়ে
তুমি আসবে বলে
অপেক্ষার প্রহর গুনে তোমার প্রতীক্ষায়
কেটে যায় অন্তহীন সময়।