সেই ছয় ইঞ্চি কঙ্কাল কি এলিয়েনের?

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল যেন আরও উসকে দিলো ছয় ইঞ্চি মাপের একটি কঙ্কাল, যার নাম ‘আটা। খবর বাংলানিউজের। ২০০৩ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলির আটাকামা মরুভূমি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। দেশটির লা নোরিয়ায় ধনসম্পদ খুঁজতে গিয়ে কঙ্কালটি পেয়েছিলেন অস্কার মুনো নামের এক ব্যক্তি।
কঙ্কালটির মাথা শঙ্কু আকৃতির। দেহে পাঁজর রয়েছে মাত্র ১০টি। এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা জানতে চাইছিলেন, ত্রিকোণা মাথার অদ্ভুতদর্শন কঙ্কালটি কি আদৌ ভিনগ্রহের? ১৮ বছর পর পাওয়া গেল সেই জিজ্ঞাসার উত্তর। রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা।
তাদের দাবি, কঙ্কালটি একটি শিশুর। আনুমানিক ৪০ বছর আগে তার মৃত্যু হয়। জন্মের পর পরই শিশুটির মৃত্যু হয়েছিল। জিনগত সমস্যার কারণে শরীরের বিকৃত গঠন এবং হাড়ের বিকাশ ঘটেনি। বামনত্বের কারণেই এমন হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। সব মিলিয়ে এক যুগেরও বেশি সময় ধরে যে জল্পনা চলছিলো, তাতে পানি ঢাললেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, আটা কোনও ভিনগ্রহের প্রাণী নয়, মানবসন্তানের কঙ্কাল।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতি থেকে আঁকা ম্যাপ ৩৩ বছর পর মেলাল মা-ছেলেকে
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন