শ্যামলা গায়ের রং
ডাগর দুটি চোখ,
ছেলেটিকে ভালবাসত
গাঁয়ের সকল লোক।
দরিদ্র পরিবারে জন্ম
ন’বছরে হারালে বাবা,
একে একে হামলে পড়ল
দুঃখ কষ্টের থাবা।
শত কষ্টেও ভেঙে পড়তনা
কিছু না কিছু শিখত,
রুটির দোকানে কাজের ফাঁকে
ছড়া কবিতা লিখত।
কষ্টের মাঝেও থাকত না
কখনো গোমড়ামুখো,
সেই ছেলেটি কাজী নজরুল
দুখু মিয়া দুখু।