মুরাদপুরে নালার পানির তোড়ে তলিয়ে যাওয়া সেই ছালেহ আহমদকে এখনো খুঁজছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সন্দেহ খালের তলানিতে কাদার নীচে আটকে থাকতে পারে হতভাগ্যের লাশ। গতকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটে কথা হলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, ছালেহ আহমদকে খুঁজতে ফায়ার সার্ভিসের অভিযান চলমান আছে। অন্যদিকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ছালেহ আহমদকে খুঁজতে কার্যক্রম চলমান রয়েছে।
জানা যায়, গত ২৫ আগস্ট বুধবার বেলা ১১টার দিকে মুরাদপুর মোড়ে জলাবদ্ধতার পানির স্রোতে তলিয়ে যান ব্যবসায়ী ছালেহ আহমদ (৫০)। গতকাল রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতভাগ্য এ ব্যক্তির সন্ধান মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিখোঁজ ছালেহ আহমদ পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় আবদুল হাকিমের ছেলে। তিনি নগরীর চকবাজার এলাকায় সবজির ব্যবসা করতেন।