সেই আসনে আবারও মনোনয়ন পেলেন জাপার সোলায়মান শেঠ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ৯:১৬ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসন জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। এক আগে দশম ও একাদশ সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে জাপা’র প্রার্থী হয়েছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

একাদশ সংসদ নির্বাচনে মো. সোলায়মান আলম শেঠ ২ হাজার ৩৪০ ভোট পেয়ে জামানত হারান।

এর আগেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে উড়ে এসে প্রায় ৬ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার গহীন পাহাড়ের ঝিরির চিপায় পড়ে বাচ্চা হাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধওসির বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট : সেই বডি বিল্ডারের ১০ বছরের সাজা