চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরপে অ্যালেন শামীমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করে।
সে রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, “শামীম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার র্যাব-৭ পারুয়া এলাকায় অস্ত্র এবং মাদক উদ্ধার কালে উক্ত শামীম পালিয়ে যায় এবং ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার চেষ্টা করে। চট্টগ্রাম শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, মাদক ও মারামারির ঘটনার মোট ছয়টি মামলা রয়েছে।”
জানা যায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে অ্যালেন শামীমের আস্তানায় র্যাব হানা দিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছিলো।
জব্দ করা হয়েছিলো তার আস্তনা নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামরাসহ বিভিন্ন ডিভাইস। অভিযানকালে অ্যালেন শামীম পালিয়ে যায়। এরপর রাতের আঁধারে স্থানীয় বেশ কিছু মানুষের খড়ের গাদা পুড়িয়ে দেয় শামীম।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘাটচেক এলাকায় এসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বশির আহমদের সন্তান আবু বক্কর সিদ্দিক দিদারসহ দুই জনকে বেধড়ক মেরে রক্তান্ত করে সে। এছাড়া ওইদিন রাতেই পারুয়া এলাকার আরও তিনজনকে বেধড়ক মেরে রক্তাক্ত করেছে। আহতরা আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।