সেইন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

সেইন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে রাশিয়ার নাম করা সামরিক ব্লগার ভ্লাদলিন তাতারস্কি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নগরীর স্ট্রিট বার ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বিস্ফোরণের পর আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের জন্য কে বা কারা দায়ী তা স্পষ্ট হয়নি। বিবিসি জানিয়েছে, ভ্লাদলিন তাতারস্কি (প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন) ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের একজন সরব সমর্থক ছিলেন। খবর বিডিনিউজের।

স্ট্রিট বার ক্যাফের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিথি বক্তা ছিলেন। ওই অনুষ্ঠান চলার সময়ই বোমাটি বিস্ফোরিত হয়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান চলার সময় তাতারস্কিকে উপহার হিসেবে একটি বাক্সের ভেতরে ভরা একটি মূর্তি দেওয়া হয়, তার ভেতরেই বোমা ছিল।

বিস্ফোরণের পর টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মূর্তি উপহার পাওয়ার পর সেটি নিয়ে কৌতুক করছিলেন তাতারস্কি।

ইউক্রেনে রাশিয়ার অনেক সামরিক ব্লগার ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের সাংবাদিকরা থাকলেও একমাত্র তাতারস্কিই অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন বিবিসির রাশিয়া প্রতিনিধি। সেইন্ট পিটার্সবার্গের নিউজ সাইট ফনটানকা জানিয়েছে, যে ক্যাফেতে হামলা হয়েছে, এক সময় সেটির মালিক ছিলেন ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

পূর্ববর্তী নিবন্ধবাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলে মালয়েশিয়ায় আইন পাস
পরবর্তী নিবন্ধচাঁদে ‘এসইউভি আকারের’ রোভার নিয়ে যাবে স্পেসএক্স