সৃতি নদীর পাড়ে

সত্যজিৎ দাশ কাঞ্চন | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

অনেক টা দিন পরে

তোমার আমার দেখা হোতো যদি

সৃতি নদীর পাড়ে।

জানতে ইচ্ছে করে আজো

মনটা দিয়েছ কারে

সৃতি নদীর পাড়ে।

জীবন নদী বয়ে গেল

দূর থেকে বহুদূর

মনের বীনায় আজো বাজে হায়

প্রথম দিনের সুর

চেয়ে দেখো তুমি সেদিনের আমি

আবার এসেছি দ্বারে

সৃতি নদীর পাড়ে।

কতোনা সৃতির কল্পকথায়

বেঁধেছি কতোনা গান

নিশিথ রাতে বাতায়ন পাশে

নীরবে পেতেছি কান

সেই নাম ধরে ডাকেনি তো কেউ

নীরব অন্ধকারে

সৃতি নদীর পাড়ে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারে সম্মানিত ব্যক্তি কে
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ: নুতন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন