সৃজিতের সিনেমায় গাইলেন সাহানা বাজপেয়ী

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫৬ পূর্বাহ্ণ

টালিগেঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জির ‘এঙ ইকুয়ালস টু প্রেম’ চলচ্চিত্রে সহশিল্পী সামন্তকের সঙ্গে গাইলেন কণ্ঠশিল্পী সাহানা বাজপেয়ী। মঙ্গলবার একটি ছবি ফেইসবুকে পোস্ট করে সাহানা জানান, সংগীত পরিচালক সপ্তক সানাই দাসের সংগীত পরিচালনায় যুগল গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তারা। তবে ফেইসবুক পোস্টে রোমান্টিক গানটির শিরোনাম কিংবা গানের গীতিকারের নাম জানাননি সাহানা। খবর বিডিনিউজের।
‘এঙ ইকুয়ালস টু প্রেম’ প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনার পাশাপাশি রোমান্টিক ঘরানার এ চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন সৃজিত। অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী ও মধুরিমা বসাকের মতো তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে শুটিংয়ে নেমেছেন সৃজিত।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় সৌরভ গাঙ্গুলী হচ্ছেন রণবীর!
পরবর্তী নিবন্ধবাবা নিয়ে গাইলেন কনা