মুজিববর্ষের আহবান, শিশুশ্রমের অবসান’ এর প্রতিপাদ্যে সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যােগে ভার্চুয়াল এক আলোচনা সভা গত ১২ জুন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরীর সঞ্চালনায় এত প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকেন ডেপুটি এর্টনি জেনারেল ও পরিষদের উপদেষ্টা এড.মো. আবুল হাশেম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন এ.কে জাহেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হারাধান চৌধুরী। অতিথি ছিলেন আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত। বক্তব্য রাখেন ওয়াসিফ রেজা জাওয়াদ, অভি তালুকদার।
সভায় বক্তারা বলেন,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।