লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪ এর রিজিওনাল ও জোনাল কনফারেন্স গতকাল শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। প্রধান অতিথি বলেন, যুগোপযোগী সমাজ বিনির্মাণে দক্ষ ও সৃজনশীল নেতৃত্বের বিকল্প নেই। বিশ্বব্যাপী লায়নিজমের পতাকাকে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উন্নীত করেছেন দক্ষ ও সৃজনশীল নেতৃত্ব। দক্ষ নেতৃত্বের মাধ্যমেই একটা সমাজ, একটা রাষ্ট্র সর্বোপরি একটা দেশকে প্রগতির দিকে নিয়ে যেতে পারে। সে কাজটা লায়নরা করে বিশ্বব্যাপী। লায়নিজম এমন একটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে কাজের মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হয়। লায়নিজমের সাংগঠনিক কাঠামোতে রিজিয়ন ও জোন এমন একটা প্লাটফর্ম যেখানে কাজের মাধ্যমে নেতৃত্বের গুণাবলীকে শিখতে হয়, বিকশিত করে। তিনি আলোকিত সমাজ বিনির্মাণে সকল লায়নদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ্ উদ্দীন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন লায়ন নাছির উদ্দীন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। রিজিয়ন চেয়ারপার্সন–১ লায়ন হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন জোন চেয়ারপার্সন–১ লায়ন মো. কামরুজ্জামান। অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন ড. এসএম আবু জাকের, লায়ন হুমায়ুন কবির, লায়ন আনিসুল হক চৌধুরী প্রমুখ। ডিজি টীম ও গ্যাট টীমের সার্বিক সহযোগিতায় কনফারেন্সে ক্লাবের দায়িত্বপ্রাপ্ত রিজিয়ন চেয়ারপার্সনদের সার্বিক তত্ত্বাবধানে জোন চেয়ারপার্সনরা স্ব–স্ব ক্লাবের সার্বিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন এবং জেলা গভর্নর ক্লাবসমূহের সার্বিক কার্যক্রমের মূল্যায়নপূর্বক রিজিয়ন ও জোন চেয়ারপার্সনদের অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।