সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে হবে

মাইজপাড়া সুন্নিয়া মাদ্রাসায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’এ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুহাম্মদ নুরল আলম। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩৯, ৪০, ৪১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা বিকাশে এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে। এসময় উপস্থিত ছিলেন মাদরসাা সুপার মাওলানা মুহাম্মদ আইয়ুব নাছের, সহকারী সুপার মুহাম্মদ শামছুর রহমান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমান। আরো উপস্থিত ছিলেন সকল শিক্ষকশিক্ষিকা, কর্মচারীবৃন্দ। পরিশেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাতের উদ্দ্যেশ্যে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব নাছের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক জাতি চেতনা মুক্তিযুদ্ধের অঙ্গীকার : সুজন