সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতায় ফ্রোবেল একাডেমিতে বার্ষিক কনসার্ট

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

স্টেম স্বীকৃত ও কেমব্রিজ অ্যাসোসিয়েট অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমিতে সম্পন্ন হয়েছে সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার উৎসব ‘বার্ষিক কনসার্ট ২০২৫’। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তা, দায়িত্বশীল আচরণ ও ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করতে ভিন্নধর্মী এই আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল উপস্থাপনায় জলবায়ু পরিবর্তনে নানা চিত্র ফুটিয়ে তুলে।

গতকাল শনিবার নগরের বহদ্দারহাটের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ বার্ষিক কনসার্ট। এ বছরের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তন’; যা বর্তমান সময়ের অন্যতম জরুরি বৈশ্বিক চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ভাস্কর চক্রবর্তী, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিসের অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির। ফ্রোবেল একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও ডিরেক্টর তেহসীন জোহাইর, কোফাউন্ডার ও ডিরেক্টর সাবিন আমির ও হেড অব স্কুল নুসরাত খান। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে টেকসই বিশ্বের বার্তার গুরুত্ব তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, ফ্রোবেল একাডেমির টেকসই শিক্ষা উদ্যোগ ‘ফ্রোবেল কেয়ারস’এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চিন্তা, দায়িত্বশীল আচরণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা, নিষ্ঠা ও আবেগময় অভিব্যক্তি জলবায়ু পরিবর্তন বিষয়টিকে পুরো অনুষ্ঠানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেয়, যা দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে এই বার্তা দেয়সকলে মিলে চেষ্টা করলে ভবিষ্যতে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলতে পারব। এছাড়া অনুষ্ঠানে ‘আই ক্যান’ শাখার শিক্ষার্থীরা পরিবেশ, ব্যক্তিগত অনুভূতি এবং টেকসই উন্নয়নকে কেন্দ্র করে একটি আকর্ষণীয় আর্ট এক্সিবিশন উপস্থাপন করে। যেখানে শিক্ষার্থীদের চিত্রকর্মে পরিবেশ রক্ষার বার্তা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে প্রতিফলিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দ্বারা অভিভাবকদের জন্য গাছ উপহার দেয়ার একটি পর্ব ছিল। যা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ ও আশার প্রতীক হিসেবে প্রত্যেকের মনকে ছুঁয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, এই কনসার্ট শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল শিক্ষার্থীদের দায়িত্ববোধ, সৃজনশীলতা এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের একটি অনুপ্রেরণাদায়ক মঞ্চ। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে টেকসই বিশ্বের বার্তা ছড়িয়ে দিতে ফ্রোবেল একাডেমির এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেপাক টাকরো প্রশিক্ষণ উদ্বোধন