সূর্য সেন স্মৃতি জাদুঘর স্থাপনের দাবি

ফাঁসি দিবসে শ্রদ্ধাঞ্জলি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৮৯তম ফাঁসি দিবসে গতকাল বিভিন্ন সংগঠন তাঁকে স্মরণ করেছে। নেতৃবৃন্দ চট্টগ্রামে সূর্য সেন স্মৃতি জাদুঘর স্থাপন ও প্রীতিলতা, তারকেশ্বর দস্তিদারসহ বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।
রাউজান উপজেলা আ.লীগ : রাউজান প্রতিনিধি জানান, বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের ৮৮তম ফাঁসি দিবসে তার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া ফুল দিয়েছে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের নেতৃত্বে সাংবাদিকরা। গতকাল বুধবার উপজেলার সূর্য সেন চত্তরে তার স্মরণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাস্টার দা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল পালিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের জন্মধন্য আমাদের রাউজান। উপমহাদেশের এই কৃতী পুরুষকে চির স্মরণীয় করে রাখতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী তার নামে স্কুল, তোরণ, হাসপাতালসহ উপজেলা সদরে ম্যুরাল তৈরী করেছেন।
সাবেক মেয়র এম মনজুর আলম : মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংসদের আয়োজনে ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ রোড সংলগ্ন সাবেক মেয়র এম মনজুর আলমের নতুন বাড়ি এইচ এম ভবন চত্বরে গতকাল সকাল ১০ টায় মহানায়ক মাস্টারদা সূর্য সেন এর স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংসদ এর সভাপতি এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ এর পরিচালক ও মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংসদ এর সদস্য সচিব মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে মনজুর আলম বলেন, মাস্টারদা সূর্য সেন আমাদের চট্টগ্রামের অহংকার। বৃটিশ বিরোধী আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তাঁর স্মরণে আমাদের এই স্মৃতি সংসদ গঠন। সভায় মনজুর আলম মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনকে মাস্টারদা সূর্য সেন হল নাম করণের ঘোষণা দেন।
মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের উপাধক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, ড. বিকাশ কান্তি মজুমদার, প্রভাষক সত্যজিত বড়ুয়া, সবিতা বিশ্বাস, যামিনী কুমার দে, জবা সাহা, লাকী দাস প্রমুখ। অনুষ্ঠানে মাস্টারদা সূর্য সেন এর প্রয়ান দিবস উপলক্ষে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ও উপস্থিত সকলকে খাবার প্রদান করা হয়।
বাসদ : নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে গতকাল সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাসদ (মার্কসবাদী) জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন শফিউদ্দিন কবির আবিদ, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, জাহেদুন নবী কনক, দীপা মজুমদার প্রমুখ।
বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ৮৯তম ফাঁসি দিবসে জেএম সেন হলে প্রাঙ্গণে মাস্টারদার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বক্তারা মহান বিপ্লবীর বাড়ি রক্ষা করে আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে রেখে যাওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শিক্ষক অঞ্জন কান্তিু চৌধুরী, শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, বিজয় শংকর চৌধুরী, তপন ভট্টাচার্য্য, নন্দন কিশোর চৌধুরী, জসীম উদ্দিন, রুবেল পাল, সজল দাশ প্রমুখ।
জয় বাংলা সাংস্কৃতিক জোট : জয় বাংলা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল জেএমসেন হলে সূর্য সেনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. আলী আকবর, মোহাম্মদ আলী, সাইফুল হাসান খান, মো. শফি, হাসান মুরাদ প্রমুখ।
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন গতকাল জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রদীপ দাশ, শামসুদ্দীন শিশির, ভানুরঞ্জন চক্রবর্তী, এম এ সালাম, এস এম লিয়াকত হোসেন, বাবুল কান্তি দাশ, আসিফ ইকবাল, কামাল হোসেন, আলী আকবর চৌধুরী, বিজয় শংকর চৌধুরী, পরিমল দত্ত, সন্তোষ কুমার নন্দী, সাইফুল হাসান, এম মঞ্জুর আলম, মো. আলী, তেজেন্দ্র পাল, সুমন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নতুন কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ