সূর্যমুখীর বাগানে কিশোর কিশোরীর মেলা

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

রাউজান গশ্চি নয়ারহাট সড়কের পাশে সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে। বিস্তৃত সূর্যমুখী বাগানের এই হলুদ দৃশ্যটি যে কারো দৃষ্টি কাড়বে। সূর্যমুখীর এই বাগান ঘিরে চলছে দর্শনার্থীদের আনন্দ উৎসব। এ ফুল দেখতে আর সূর্যমুখী বাগানে নিজেদের ছবি, সেলফি তুলতে নানা বয়সী সৌন্দর্যপিপাসু মানুষ প্রায় প্রতিদিন ভিড় করছেন। এতে বাগানের কিছুটা ক্ষতিও হচ্ছে।

চট্টগ্রামকাপ্তাই সড়কের গশ্চি নয়ারহাট এলাকায় আওয়ামী লীগ অফিসের পাশের এই ক্ষেতটি করেছেন গশ্চি গ্রামের নিজাম উদ্দিন, আবু জাফর মোহাম্মদ রাশেদ ও উদয় দত্ত অর্ক। প্রায় আড়াই একর জায়গার ক্ষেতটির রূপ সকলকে আকৃষ্ট করলেও দর্শনার্থীদের চাপে দুশ্চিন্তা বেড়েছে বলে জানান কৃষক নিজাম উদ্দিন। তিনি বলেন, সকাল বিকাল গাছতলায় বসে ক্ষেত পাহারায় থাকতে হচ্ছে। অনেকেই ফুলের সৌরভে এসে লোভ সামলাতে না পেরে ডাটা ভেঙে ফুল চুরি করে নিচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেছেন শুধু গশ্চি নয় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন বিলে সুর্যমুখীর চাষ হয়েছে। এলাকার সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ভোজ্য তেলে দাম বেড়ে গেলে এলাকার চাহিদা পূরণে কৃষকদের অনুপ্রাণিত করেছেন সূর্যমুখী ও সরিষা চাষে। তার অনুপ্রেরণায় ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় প্রতি বছর চাষ বাড়ছে। তিনি জানান, এই উপজেলায় গত মৌসুমে ৩২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। এর আগের বছর চাষ হয়েছিল ১৫ হেক্টর। চলতি মৌসুমে চাষ হয়েছে ১০০ হেক্টরের বেশি জমিতে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির জাগ্রত থাকবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প