সূর্যগিরি আশ্রম শাখার ‘ভক্তি’

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বইয়ের মোড়ক উন্মোচন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের ৩ যুগে পদার্পণ উপলক্ষে সূর্যগিরি আশ্রম শাখার ‘ভক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা জহুরুল হক হল রুমে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিক, হোসেন এমরান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. সাইয়েদ, সহসভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি লায়ন বরুণ কুমার আচার্য, উপদেষ্টা তরুণ কুমার আচার্য, ঝুমুর সর্দার, অভি সর্দার, নারায়ণ আচার্য, সভাপতি টিটু চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধআবৃত্তি গান কথামালায় বোধনের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠান