সূচনা সাংস্কৃতিক গোষ্ঠীর শ্রাবণ-সন্ধ্যা

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সূচনা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের শ্রাবণ-সন্ধ্যা গত মঙ্গলবার মোমিন রোড বিজয় ৭১ হল মিলনায়তনে সমাজসেবক তপন কান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজয় ৭১-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তী।

প্রধান আলোচক ছিলেন কবি আশীষ সেন। আলোচক ছিলেন শিক্ষক দুলাল বড়ুয়া, সংগঠক কবি আসিফ ইকবাল, আবৃত্তিশিল্পী মো. মঞ্জুর আলম, দিলীপ সেন গুপ্ত, নিলয় দে, চিত্রশিল্পী অশেষ দাশগুপ্ত, হারাধন নাহা বাসু ও সংস্কৃতিকর্মী প্রণব চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সূচনার প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কানুরাম দে। উপস্থিত ছিলেন শাহ নূর আলম, অচিন্ত্য কুমার দাশ, রিংকু দত্ত, নারায়ণ দাশ, অরুনা দত্ত, তনু চৌধুরী ও বনবিহারী চক্রবর্ত্তী। সংগীত পরিবেশন করেন ভানুরঞ্জন চক্রবর্ত্তী, ডা. আর কে রুবেল, দিলীপ সেন গুপ্ত, হারাধন নাহা বাসু, মো. মঞ্জুর আলম, অশেষ দাশ গুপ্ত। তবলায় ছিলেন হারাধন নাহা বাসু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাল্যবিবাহ রোধ হলে নারীর স্বাস্থ্যঝুঁকি কমবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান