সু চি অসুস্থ, হাজির হননি আদালতে

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতাজনিত কারণে সোমবার আদালতের শুনানিতে হাজির হতে পারেননি। তার আইনজীবীদের একজন জানিয়েছেন, গতিজনিত অসুস্থতার কারণে মাথা ঘোরার সমস্যায় আক্রান্ত হয়েছেন তিনি। খবর বিডিনিউজের। ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে সু চির (৭৬) বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে তাকে আটকে রাখা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত না হলেও দীর্ঘদিন ধরে ভ্রমণ না করায় গাড়িতে চড়ে অসুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মিন মিন সো। একনায়কত্ব বিরোধী অহিংস আন্দোলনের জন্য গত তিন দশকের প্রায় অর্ধেকটা সময় বিভিন্ন ধরনের অন্তরীণ অবস্থায় কাটানো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জনপ্রিয় এই নেত্রীর শারীরিক অবস্থার দিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে মিন মিন সো বলেন, অসুস্থতাটি গুরুতর কিছু নয়। তিনি গাড়ি ভ্রমণে অসুস্থবোধ করছেন। তিনি ওই অনুভূতি সহ্য করতে পারছেন না এবং বিশ্রাম নিতে চান বলে আমাদের জানিয়েছেন।
বাইরের জগতের সঙ্গে সু চির যোগাযোগের একমাত্র মাধ্যম তার আইনি দল। এই দলটি জানিয়েছে, তাদের পক্ষেও তার সঙ্গে দেখা করার সুযোগ সীমিত এবং কর্তৃপক্ষের পর্যবেক্ষণে থাকতে হয়। করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখার মামলায় রাজধানী নেপিডোর আদালতে সু চির বিচার চলছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার নতুন মিসাইল জাপানকে আঘাত করতে সক্ষম
পরবর্তী নিবন্ধতালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করছে: জাতিসংঘ