সু চির ৭৬তম জন্মদিনে চুলে ফুল গুঁজে প্রতিবাদ

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

মিয়ানমারের নেত্রী অং সান সু চির ৭৬তম জন্মদিনে তার মুক্তির দাবিতে চুলে ফুল গুঁজে সড়কে নেমে মিছিল করেছে তার সমর্থকরা। সেনাঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সু চি বর্তমানে রাজধানী নেপিডোতে নিজ বাড়িতে গৃহবন্দি আছেন। শনিবার তার ৭৬তম জন্মদিন।গগত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে প্রতিদিনই মিয়ানমারে গণবিক্ষোভ চলছে। খবর বিডিনিউজের।
প্রায় প্রতিদিনই পুলিশের গুলি বিক্ষোভকারীদের প্রাণ কাড়ছে; এ পর্যন্ত ৮৭০ জন বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বিক্ষোভের কারণে মিয়ানমারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে মিয়ানমার সেনাবাহিনীকে গত নভেম্বরের নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখানো এবং সু চির সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা কমাচ্ছে আমেরিকা
পরবর্তী নিবন্ধকানাডা-মার্কিন সীমান্ত নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ল