স্বামী গুরুদাস পরমহংসের ২০৬তম আবির্ভাব ও ১২৪তম তিরোধান উপলক্ষে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ফটিকছড়ির সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে। এতে পৌরহিত্য করবেন আশ্রম অধ্যক্ষ স্বামী দেবানন্দ যতি মহারাজ। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের সভাপতি পরেশ চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক সুধাংশু বিমল বণিক। প্রেস বিজ্ঞপ্তি।












