ফটিকছড়ির সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে পরমহংসদেবের আবির্ভাব ও ১২৪তম তিরোধান দিবস দুদিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যদিয়ে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ধর্মসভায় পুরোহিত্য করেন অভয়ানন্দ ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি পরেশ। উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌর মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলা। সত্যনন্দ ইউনিটের আহ্বায়ক সুমন বণিক ও শিক্ষক পার্থ ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।