ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নগরের একটি বাসা থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। খবর বাংলানিউজের।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি গ্রেপ্তারের পর তাকে নাজিরহাট ঝংকার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার মিছিলে হামলার অভিযোগে ফটিকছড়ি থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।












