সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল গ্রেপ্তার

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নগরের একটি বাসা থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। খবর বাংলানিউজের।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি গ্রেপ্তারের পর তাকে নাজিরহাট ঝংকার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার অভিযোগে ফটিকছড়ি থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে আড়াই লাখ টাকার গাঁজাসহ আটক ২
পরবর্তী নিবন্ধআজ টিআইসিতে প্রফেসর শায়েস্তা খানের স্মরণসভা