সুড়ঙ্গের ভিতর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:২৬ পূর্বাহ্ণ

নিজ বাড়িতে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খোকনকে গ্রেপ্তার করতে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ভোরে খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়। তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেলো কোথায়বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। দীর্ঘ ৪০ মিনিট অভিযান পরিচালনা করার পর তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত হয়ে উঠছে রাতের সৈকত বসানো হচ্ছে হ্যালোজেন বাতি
পরবর্তী নিবন্ধআমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে : ফখরুল