সুস্থ হয়ে উঠছেন সংগীতশিল্পী জুয়েল

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশবিদেশে তার চিকিৎসা চলছিল।

সমপ্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই হাসপাতালে নেওয়া হয়। তবে আশার কথা হলো, সুস্থ হয়ে উঠছেন সংগীত তারকা। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়ে স্বস্তি ছড়ালেন আরেক সংগীত তারকা বাপ্পা মজুমদার। তিনি বলেন, গতকাল শনিবার আপডেট পেয়েছি। জুয়েল সুস্থ হয়ে উঠছেন। সবাই জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন।

ব্যান্ডসংগীতের বিপুল জনপ্রিয়তার সময়ে ঠান্ডা ধাচের গান নিয়ে হাজির হয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। বাবার চাকরি সূত্রে শৈশব কৈশোরে তিনি দেশের নানা জায়গায় কাটিয়েছেন। মাবাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি। ১৯৮৬ সালে ঢাকায় আসেন জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান জুয়েল। ১৯৯২ সালে বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি। তার বেশিরভাগ গানের সুরকার ছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান!
পরবর্তী নিবন্ধববিতা সুস্থ হয়ে ফিরলেন বাসায়