মানুষ যে শুধু করোনায় মরেছে তা না। মানুষ এখন খুন হচ্ছে, গুম হচ্ছে, ঘর থেকে তরুণীদের তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে, না খেতে পেয়ে অনেক মানুষ অনাহারে মরছে, গৃহহীন মানুষ ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে মরছে, পড়ালেখা শেষ করে একটি চাকরির জন্য মানসিক যন্ত্রণায় মরছে, মৃত্যুর এই মিছিল চলেই আসছে, সাথে যোগ হয়েছে শুধু মহামারী করোনা, এ নতুন কিছু না। এ যেন এক মৃত্যুর পাতানো ফাঁদ। কত জানা অজানা কারণে দেশে প্রতিদিন শতশত মানুষ মরছে, সাথে মানবতাও মরেছে। ধ্বংসের পথে দেশের অর্থনীতি। দেশের নাজুক পরিস্থিতিতে চলছে নানা উৎসবও। সংক্রমণের কারণ কিছুটা হলেও বাড়লো। দেশ এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হলো। বইমেলা খোলা রেখে মুদির দোকান বন্ধ হল। এ কেমন লকডাউন হলো? রাজপথে এখন হাজার হাজার মানুষ। লকডাউনে ফাঁকা ময়দান এখন সাধারণ মানুষের স্লোগানে মুখরিত ‘খাদ্য চাই, বস্ত্র চাই, রোজগারের পথ চাই, নিরাপদে থাকতে চাই, নিরাপদ সড়ক চাই, বাঁচার মতো বাঁচতে চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই, কথা রাখার মানুষ চাই, সর্বোপরি সুযোগ্য ও উপযুক্ত নেতৃত্ব চাই’। এত চাই চাই এর মাঝে আমি করোনাকে প্রতিরোধ করতে চাই, সুস্থ সামাজিক ব্যবস্থার গ্যারান্টি চাই।