সুস্থ জীবনের নিয়ামক নিরাপদ খাদ্য

হাটহাজারীতে সেমিনারে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষে কোভিড১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন। এতে খাদ্য নিরাপত্তা বিষয়ে নানা প্রস্তাবনা ও প্রেজেনটেশন উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা নাজমুন সুলতানা সীমা। সেমিনারে বলা হয, জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক মানুষকে নিরাপদ খাদ্য গ্রহন করতে হবে। খাদ্যের মান অবশ্যই সঠিক কিনা দেখতে হবে। প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিমিত খাদ্য গ্রহন করতে হবে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ টি সরকারি সংস্থা কাজ করছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এ শ্লোগানে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকতা শেখ আবদুল্লাহ ওয়াহেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী, মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি। সেমিনারে উপজেলার আওতাধীন বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর শৈবাল দাশের মিষ্টি বিতরণ
পরবর্তী নিবন্ধগরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ