অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী বলেছেন, আলেম–ওলামারাই হচ্ছে সমাজের নিয়ন্ত্রক। একটি সুস্থ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তাঁরাই নিয়ামক শক্তি। তাঁদের বাদ দিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আলেম সমাজকে অধিকতর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–৯ আসনে বৃহত্তর সুন্নী জোট প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদকে বিজয়ী করার জন্য তিনি ওলামা–মাশায়েখদের প্রতি উদাত্ত আহবান জানান।
চট্টগ্রাম–৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, অতীতের ন্যায় কোন নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন দায় এড়াতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম–৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সমর্থনে গতকাল বৃহস্পতিবার কালা মিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ওলামা–মাশায়েখ সম্মেলনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কো– চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, গিয়াস উদ্দীন নেজামী।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। হাফেজ মুহাম্মদ আলী আসগর খানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুফিজুর রহমান, গিয়াস উদ্দীন নিজামী, উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমান, ড. আমিন উল্লাহ, সিরাজুল মোস্তফা সিদ্দিকী, আবদুল করিম সেলিম, জসিম উদ্দীন, আবদুর রহমান, আব্বাস উদ্দীন তানজির, মোজাহেরুল হক, সানাউল্লাহ শিবলী নোমানী, ইকরামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












