কর্ণফুলি উপজেলার ইছানগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাং আবুল হাশেম, ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (একাউন্টস) কামাল উদ্দিন, পরিচালক (অপারেশন) মো. গোলাম মোস্তফা। এসময় পাইওনিয়ার শিপিং এর জিএম মনিরুল আলম আজাদ, ডায়মন্ড সিমেন্টের জিএম (প্ল্যান্ট) প্রকৌশলী মো. সোহেল তালুকদারসহ ডায়মন্ড সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত গাছ লাগাতে হবে। সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে গাছ লাগানো ও তা রক্ষা করা। পরে অতিথিবৃন্দ কারখানা প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।