চট্টগ্রাম শহরে বসবাস করা সুস্থতা প্রাপ্ত মাদকনির্ভর ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরতে সহায়তা করে যাচ্ছে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের স্মাইল ( রিইন্টিগ্রেশন) প্রকল্প।
মাদকনির্ভর ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের কাউন্সেলিং, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সহ তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় অর্থ সহায়তা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনাড়ম্বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। প্রকল্প কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার দেবব্রত পাল, মনিটরিং অফিসার শাহরিয়ার হোসেন শিমুল সহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।