সুস্থতাগামী মাদকসেবীদের আইন ও অধিকার শীর্ষক মতবিনিময় সভা

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন প্রকল্প ইকোনমিক রিইন্টিগ্রেশন সুস্থতাগামী মাদকসেবি ব্যাক্তিদের আইনি অধিকার বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা বলেন, একজন মাদকসেবি সুস্থতার ধারায় ফিরে আসতে চাইলে সমাজের সচেতন অংশের উচিৎ তাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। একজন মাদকাসক্ত ব্যক্তির জন্য প্রয়োজন ভালোবাসা এবং সুচিকিৎসা। তাকে অগ্রাহ্য বা অবহেলা না করে সুস্থতার পথে ফিরে আসার পথ উন্মুক্ত করে রাখা উচিৎ।

সারা বিশ্বে এখন মাদক নির্ভরতা মানসিক রোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে ভুল ধারণা ধীরে ধীরে কমে আসছে। কারিতাস বাংলাদেশ মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের সচেতন অংশের দায়িত্ব সবার অবস্থান থেকে মাদক প্রতিরোধে ভূমিকা রাখা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাহমিনা সানজিদা সাহিদ ও এডভোকেট সঞ্জয় বিশ্বাস, মানবাধিকার কর্মী মোঃ নজরুল হোসেন শুকরিয়া, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা দেবব্রত পাল, মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল সহ প্রকল্পের উপকারভোগী নারী এবং পুরুষ ক্লায়েন্টগণ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুর ভরাট ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরাউজান প্রেসক্লাবের নির্বাচন সভাপতি শফিউল আলম, সম্পাদক হাবিব