সুষ্ঠু সমাজ বিনির্মাণে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করা অপরিহার্য

কাগতিয়া কাশেম নগরে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে মোর্শেদে আজম

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে মানুষ দুনিয়াদারির মোহে পড়ে দ্বীনইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ইসলামের মধ্যে বিভিন্ন মতবাদ, অপসংস্কৃতি ও কুসংস্কারের অনুপ্রবেশে আল্লাহতা’আলার ভয় এবং রাসুলুল্লাহ (.) এর সুন্নাত ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে। ফলে সমাজে বেড়েই চলছে অন্যায়, অত্যাচার, পাপাচার, লোভহিংসা। এমন গোমরাহির ফলে পথ হারানো মুসলিম মিল্লাতকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করে সঠিক দ্বীনইসলামের পথে ফিরিয়ে আনতে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু। তিনি মানুষকে রাসূলে পাক (.) এর বাতেনি নূর ও ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি করে আলোকিত মানুষ তৈরি করেছেন। এভাবে সুষ্ঠু সমাজ বিনির্মাণে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করা অপরিহার্য।

গতকাল বুধবার বাদে মাগরিব হতে রাউজান কাগতিয়া কাশেম নগরস্থ মসজিদে গাউছুল আজম মুনিরী মাঠ প্রাঙ্গণে কাশেম নগর সান সাইন যুব সংঘের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে এবং ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। মাহফিলে আরো বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ সায়েম। মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতার ফুযুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য রোধ ও শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি
পরবর্তী নিবন্ধলায়ন্সে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত