সুষ্ঠু পরিকল্পনা ও যোগ্য নেতৃত্ব কমাতে পারবে নাগরিক দুর্ভোগ

‘আমাদের শহর আমার ভাবনা শীর্ষক অনুষ্ঠান’

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

চসিক নির্বাচনকে সামনে রেখে তরুণদের ভাবনা জানতে দৃষ্টি আয়োজন করে । গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বিশিষ্টজনরা চট্টগ্রাম শহরকে কিভাবে গড়ে তুলবেন তা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। চট্টগ্রামকে সুন্দর ও পরিকল্পিতভাবে গড়ে তোলার উপর জোর দিয়ে নগরপিতাকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথেও সুসমপর্ক বজায় রাখার উপরও দেয়ার দাবি জানান বিশিষ্টজনেরা। উপস্থিত তরুণদের ভাবনার সাথে নিজেদের মতামত ব্যক্ত করেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, শিল্পপতি এস এম আবু তৈয়ব, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যেক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, সাংবাদিক আজাদ তালুকদার, গোলাম বাকি মাসুদ ও মোহাম্মদ আলী শাহীন। দৃষ্টির সাধারণ সম্পাদক সাবের শাহর সঞ্চলনায় আয়োজনের শুরুতে বক্তব্য দেন, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও অনুষ্ঠান সমন্বয়কারী অর্থ সম্পাদক মুন্না মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর পিতাকে হতে হবে ভালোবাসার প্রতীক, ভালোবাসার পরাশক্তি। তবেই এই নগর হবে ভালোবাসার শহর, প্রাণের শহর। নগরপিতার পাশাপশি নাগরিকদেরও ভূমিকা আছে। যিনি নগর পিতা হবেন তিনি মনগড়া প্রতিশ্রুতি না দিয়ে নাগরিকদের চাহিদা পূরণসহ পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধনে অগ্রণী ভূমিকা পালন করবেন। সিটি কর্পোরেশন এলাকায় কী কী সমস্যা রয়েছে এবং তা নিরসনে সমাধানাইবা কী তা কিন্তু সিটি কর্পোরেশন জানা রয়েছে। সুষ্ঠু পরিকল্পনা, যোগ্য নেতৃত্বে এবং কাজের স্পৃহাই পারবে নাগরিক দুর্ভোগ কমাতে। মুক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের ১৫টি সংগঠনের ১০০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ইপসা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবা-মা’র সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধশিশু সামিয়া বাঁচতে চায়