সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আনিসুল ইসলাম মাহমুদের

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:১১ পূর্বাহ্ণ

নিজের প্রস্তাবক ও সমর্থককে প্রকাশ্যে অপহরণের অভিযোগ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শনিবার সকালে আমার প্রস্তাবক ও সমর্থকসহ দলীয় নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে, আমার নির্বাচনি এলাকা চট্টগ্রাম৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালের সমর্থকরা বাধা দেয় ও নাজেহাল করে। তাৎক্ষণিক আমি কোতোয়ালী থানাকে অবহিত করলে, কোতোয়ালী থানা পুলিশ আমার প্রস্তাবক ওসমর্থককারীকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশে সহযোগিতা করে। কিন্তু পুলিশ চলে যাওয়া মাত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদেরকে অপহরণ

করে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশ পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। খবর বিডিনিউজের।

এদিন চট্টগ্রাম(হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তার আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের যে চিঠি দিয়েছেন সেটির স্বাক্ষরে গড়মিল থাকার কথা বলেছেন। এরপর রাজধানীতে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এসে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, আমরা বারবার বলেছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করলে ও সবার জন্য সমান সুবিধা তৈরি না হলে কোনোভাবেই দেশে অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ
পরবর্তী নিবন্ধমেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার পর বাবার মৃত্যু