ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কখনও কোনো সরকার নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক ফর্মুলা একটি আপদকালীন ব্যবস্থাপনা। সুষ্ঠু নির্বাচনে প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই।
মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, অবাঞ্ছিত রাজনৈতিক বিভাজন গণতান্ত্রিক সংস্কৃতিকে গিলে খেয়েছে। ইসলামিক ফ্রন্ট মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শনিবার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং ফিলিস্তিনে নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদে লালদীঘি ময়দানে জনসভায় বক্তারা এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট মহানগর এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন–কেন্দ্রীয় চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
প্রধান বক্তা ছিলেন–কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন–ভাইস চেয়ারম্যান ছৈয়দ নাছেরুল হক চিশতি। বিশেষ অতিথি ছিলেন– ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দীন, কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ হাসান রেজা আলকাদেরী, লায়ন এম রফিক কোম্পানি, ছালেহ আহমদ আনসারী। বক্তব্য দেন, স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, এস এম আব্দুল করিম তারেক, মাস্টার আনোয়ারুল আজিম, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী। মহানগর সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন –মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, স ম শওকত আজিজ, ডা. হাসমত আলী তাহেরী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, এস এম আবু সাদেক ছিটু, কাজী আহসানুল আলম, আব্দুল মালেক রেজভী, কাজী আলাউদ্দিন আজাদ, ইমদাদুল ইসলাম, রাসেদুল ইসলাম রাসেল, মিছবাহুল ইসলাম, আবদুল্লাহ আল মুমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।