সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে : ইসি আনোয়ারুল

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। গতকাল সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিবার্ড কুমিল্লার সম্মেলন কক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’কর্মশালায় তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রবাসীদের ভোটার হওয়া এবং ভোট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন তা জাঁকজমকভাবেই উদ্বোধন হবে। সেই ভোটের নাম হবেপোস্টাল ব্যালটে ভোটিং। এই পোস্টাল ব্যালটে থাকবেন, নির্বাচনে দায়িত্বপালনকারী বাইরের জেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নিয়োজিত প্রায় দেড় লাখ ভোটার। যারা কয়েদি আসামি, বিচারের অপেক্ষায় এখনও সাজা হয়নি, তারা যেন জেলখানায় বসে ভোট দিতে পারে সে ব্যবস্থাও করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার দরকার, তা করতে শপথ গ্রহণের পর থেকেই জিহাদ ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যত। ১৮ কোটি মানুষসহ সারা বিশ্বের দৃষ্টি এবং প্রত্যাশা একটি ভালো নির্বাচন। তাই ত্রয়োদশ নির্বাচন এত গুরুত্বপূর্ণ। এবারের প্রেক্ষিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তাই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছি।

কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এ সময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের হাতে বৈধ সিম কার্ড দিচ্ছে সরকার