সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ছাত্রদের সজাগ ভূমিকা রাখতে হবে

পাহাড়তলীতে মতবিনিময় সভায় অধ্যক্ষ হেলালী

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে ছাত্রসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, জুলাই বিপ্লব মূলত ছাত্রদের নেতৃত্বেই সংঘটিত হয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের গণতান্ত্রিক ধারা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেও ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

পাহাড়তলী ওয়ার্ডে ছাত্রপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ হেলালী আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য কিছু পেশীবাদী ও স্বার্থান্বেষী মহল সক্রিয় থাকে। এদের অপতৎপরতা সম্পর্কে ছাত্রদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ইসলামী ছাত্রশিবির পাহাড়তলী ওয়ার্ডের সভাপতি হামেদ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম ও বিআরইএলএর সভাপতি সেলিম পাটোয়ারী। বক্তব্য দেন, ওমর ফারুখ, সৈয়দ মহিববুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে