সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করব : সেনাপ্রধান

জীবন বিপন্নের হুমকিতে থাকা অনেককে আশ্রয় দেওয়া হয়েছে

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারউজজামান বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করব। গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী সেনানিবাসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জীবন বিপন্ন হয়, ধর্মবর্ণ নির্বিশেষে এমন কাউকে কাউকে আশ্রয় দেওয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, তবে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় আসবেন।

তিনি বলেন, যাদের ওপর হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি। যেই হোক, যে দলমতেরই হোক, যে ধর্মেরই হোক। সেটা আমরা করব। অবশ্যই আমরা চাইব না, বিচার বহির্ভূত কোনো অ্যাকশন তাদের ওপর হোক। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকারউজজামান বলেন, ওয়ান ইলেভেনের মতো কিংবা অপারেশন ক্লিন হার্টের মতো সেনাবাহিনী কঠোর হবে না। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি জানিয়ে তিনি বলেন, অনেকগুলো উদ্ধার হয়েছে। অভিযানও চলছে। আশা করি, সেগুলোও উদ্ধার হয়ে যাবে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে দাবি করে সেনাপ্রধান বলেন, আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে; তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব। সে পর্যন্ত আমরা থাকব।

বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই। তবে মাইনোরিটি ইস্যু নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। ২০টি জেলায় ৩০টির মতো মাইনোরিটি রিলেটেড অরাজকতা হয়েছে। এটা অবশ্যই কাম্য না। একটা হওয়াও কাম্য না। আমরা এ বিষয়টি দেখছি এবং যারা অপরাধী অবশ্যই তাদের শাস্তির আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ।

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেখানে অবশ্য একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে যারা এই অপরাধ করেছেন, তদন্ত হবে, যারা এ অপরাধের সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় আনা হবে, বিচার হবে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক
পরবর্তী নিবন্ধ‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি