জাতিকে সু–শৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে স্কাউটসের বিকল্প নেই। স্কাউটিং কার্যক্রমই পারে সুশৃঙ্খল ও মানবিক জাতি উপহার দিতে। তাই স্কাউট আন্দোলনকে আরো বিকশিত করতে হবে। মানবিক, সুস্থ ও সুন্দর দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে স্কাউটিংয়ে।
শুক্রবার (০১ রা নভেম্বর) বাংলাদেশ স্কাউট কর্ণফুলী উপজেলা আয়োজিত নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাসুমা জান্নাত।
আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি লায়ন্স মো: হাকিম আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সৈয়দা আমাতুল্লাহ আরজু। স্বাগত বক্তব্য রাখেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল আলম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দল উপস্থিত ছিলেন।