সুশিক্ষিত কর্মীবাহিনী ছাড়া রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়

আমরা করবো জয় শীর্ষক কর্মশালায় সুজন

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সুশিক্ষিত প্রশিক্ষিত কর্মীবাহিনী ছাড়া রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার নগরীর সদরঘাট, মনোহরখালীস্থ বন্দর ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’ আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহ্বান জানান সুজন।

এ সময় চট্টগ্রাম মহানগর ১৪ দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক সুজন বলেন, একটি দলের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীবাহিনী। সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীবাহিনী ছাড়া রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন বাঁধাগ্রস্ত হয়। তাই কর্মীদেরকে জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে চলছে। প্রধানমন্ত্রীর সমস্ত মেধা ও জ্ঞানকে তিনি দেশের কাজে নিয়োজিত করে দেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে সে অবস্থানকে ধরে রাখা। মূল কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, নগর যুবলীগ নেতা মাহবুবুল হক সুমন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন চৌধুরী আজাদ, মাঈনুল হক লিমন, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, নীলু নাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, আব্দুর রহিম জিল্লু, নিয়াজ মোর্শেদ, সাজ্জাদ হোসেন, শফিকুল আলম রনি, ওমর ফারুক, আ ফ ম সাইফুদ্দিন, শওকত আলী রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি পিএলসি’র পক্ষ থেকে ব্যাংকে কর্মরত ১০ জনকে পবিত্র হজে প্রেরণ
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি থেকে অস্ত্রসহ ডাকাত নাছির গ্রেপ্তার