সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা. শাহাদাত

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন কৃতী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই আলোকিত মানুষ হতে পারবে। আমাদের সমাজে আলোকিত মানুষের খুবই অভাব। তাই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল বুধবার ফয়েসলেকস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উদ্যোগ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাজ নুরী সিজ্জির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইফুল করিম আরিয়ানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ঝন্টু বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেদ। বক্তব্য রাখেন রাজীব ধর তমাল, গিয়াস উদ্দিন সারজিল, এনামুল হক, নাইম ভুইয়া, ইমতিয়াজ অমি, আব্দুল কাদের ইভান, আবরার, মাসুম বিল্লাহ, তাহসিনুল হক সামী,সাইদুর রহমান শরীফ, ওয়াসিম আকরাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামাত দেশকে পাকিস্তান বানাতে চায়
পরবর্তী নিবন্ধদেশি-বিদেশি প্রখ্যাত চিকিৎসকদের মিলন মেলা বসছে চমেকে