জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আদর্শ নির্ভর সুশিক্ষাই পারে একটি জাতির নির্ভরযোগ্য প্রজন্ম তৈরি করতে। উপজেলা অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলমের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চবি গবেষক ভাস্কর ডি কে দাশ (মামুন), উপদেষ্টা মাস্টার মুহাম্মদ এয়াকুব আলী, মোহাম্মদ হোসেন, মাসুম আক্তার। সংবর্ধেয় অতিথি ছিলেন জাপানের সাবেক অনারারী কনসাল জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক মো. হারুনুর রশিদ, মো. আবু সৈয়দ, মো. মোজাম্মেল হক, মুহাম্মদ হোসেন, মো. জামাল উদ্দিন এমডিএইচ রাজু। দ্বিতীয় পর্বে আনোয়ারায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সেরা ১০ প্রতিষ্ঠানকে সাংগঠনিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ১২৪ জন ছাত্র–ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন আশিক আরেফীন। প্রেস বিজ্ঞপ্তি।