সুশাসন ফেরাতে জনগণই ক্ষমতার উৎস হবে

লিফলেট বিতরণ কর্মসূচিতে এরশাদ উল্লাহ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ভিত্তিক ৩১ দফা কর্মসূচি’ জনসাধারণের কাছে পৌঁছে দিতে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগরীর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কোনো সাধারণ রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের পুনর্জাগরণের নকশা। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। আমরা জনগণের ভোটের মাধ্যমে দেশকে আবারও সুশাসনের পথে ফিরিয়ে আনবো। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এই ৩১ দফা কর্মসূচি জনগণের প্রত্যাশা ও দেশের বাস্তবতার প্রতিফলন। এই দফাগুলোর লক্ষ্য হচ্ছে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠন করা্তযেখানে জনগণই হবে ক্ষমতার প্রকৃত উৎস। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেনচট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সদস্য আর ইউ চৌধুরী শাহিন, জাফর আহমদ এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঈনউদ্দীন মোহাম্মদ শহিদ। প্রেস বিজ্ঞপ্তি।

এছাড়াও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম, সদস্য সচিব সাব্বির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলি, কোতোয়ালি থানা বিএনপির শাখাওয়াত হোসেন পিয়াল সহ মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধময়ুখ চৌধুরী এবং ৩২ দক্ষিণ নালাপাড়ার ড্রইংরুমের ছাত্র
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড বালিকা স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ