সুশাসন প্রতিষ্ঠায় পিআইডি, চট্টগ্রামে অংশীজনের সভা

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

আঞ্চলিক তথ্য অফিসপিআইডি চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪২৫ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা গত ১৬ জানুয়ারি পিআইডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে ও তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, নুরুল মোস্তাফা কাজী, রনজিত কুমার শীল, মো. আমজাদ হোসেন, মিয়া আলতাফ, নাঈমুল ইসলাম, দেবজ্যোতি চক্রবর্তী।

সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, জিআরএস সফটওয়্যার, অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান। তিনি চট্টগ্রাম পিআইডির প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন।

পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য করতে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের কাজ শুরু করা সময়ের দাবি বলে বক্তারা দাবি করেন। এতে করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধগারাংগিয়া মাদ্রাসার ৩ দিনব্যাপী মাহফিল সম্পন্ন