তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ আনোয়ারা উপজেলা কমিটির প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব মো. আরিফ। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম। বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি আছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য কমিশন সংস্কার ও তথ্য অধিকার আইনে সংশোধন আনা হবে। তথ্য অধিকার না পেলে অন্য অধিকার প্রয়োগ করা যায় না। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) এস.এম কামরুল ইসলাম বলেন, জনসচেতনতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, তথ্য অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে যত্নবান হওয়া, তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়ন জরুরি। এ লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।












